লংকানদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দিলো দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক :বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ফিরলেন টেম্বা বাভুমা। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন বাভুমা ৪ অক্টোবর। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে চলাকালীন কনুইয়ে পাওয়া চোট তাকে ছিটকে দেয় বাংলাদেশ সফরের টেস্ট সিরিজ থেকেও। এবার হোম সিরিজে ফিরলেন দলে। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা কনুইয়ের চোট থেকে সেরে উঠেছেন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট খেলার জন্য দলে অন্তর্ভুক্ত হয়েছেন। লুঙ্গি এনগিডি এবং নান্দ্রে বার্গার চোট নিয়ে দলের বাইরে। সবশেষ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলা স্কোয়াড থেকে বাদ পড়েন ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, ডেন পিডট ও লুঙ্গি এনগিডি। তবে দলে ফেরানো হয়েছে মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েটজিকে। তারা সর্বশেষ টেস্ট খেলেছেন জানুয়ারি ও ডিসেম্বরে ভারতের বিপক্ষে। যদি দক্ষিণ আফ্রিকা লঙ্কানদের বিরুদ্ধে দুটি টেস্টই জিততে পারে এবং ডিসেম্বর এবং জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে, তারা জুনে লর্ডসে ডব্লিউটিসি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ডারবানে, যা শুরু হবে ২৭ নভেম্বর। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৫ ডিসেম্বর থেকে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।