খেলাধুলা

পুত্র সন্তানের বাবা হলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ও তার স্ত্রী সামিয়া পারভীন শিমুর ঘর আলো করে এসেছে ছেলে সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন দ্য ফিজ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান খুশির সংবাদ জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা একটি ছেলে সন্তান লাভ করেছি। ছেলে এবং মা দু’জনই ভালো আছেন। তাদের জন্য প্রার্থনা করবেন।’ ২০১৫ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১৫ টেস্ট, ১০৭ ওয়ানডে ও ১০৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। আন্তর্জাতিক ক্রিকেটে ২২৮ ম্যাচে পেয়েছেন মোট ৩৩৫ উইকেট। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই মুস্তাফিজুর রহমান। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন ফিজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button