ফাঁস হলো চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কম হয়নি। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের উপরেই সিলমোহর দিয়ে দিয়েছে আইসিসি। তারপরও এই টুর্নামেন্ট নিয়ে সূচি ঘোষণা করতে পারছে না বিশ্ব ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থাটি। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও অবশ্য কিছুটা আভাস পাওয়া গেল কবে শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র দেশটির গণমাধ্যমে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে, চলবে ৯ মার্চ পর্যন্ত। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে। সূত্রটি আরও জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ লড়াইটি মাঠে গড়াবে ২৭ ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতেরই বিপক্ষে, টুর্নামেন্টের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। আলোচনা অনুযায়ী, দুবাইয়ে হওয়ার কথা ম্যাচগুলো। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল হতে পারে ৪ মার্চ। ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল। দুটি সেমিফাইনালের একটি পাকিস্তানে হলেও অন্যটি নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। এমনকি ৯ মার্চের ফাইনালে ভারত না উঠলেও সেটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে।