খেলাধুলা

ঢাকার সাথে সহজ জয় পেলো রংপুর

স্পোর্টস ডেস্ক : সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে কোনমতে ১১১ রান করতে পারে ঢাকা ক্যাপিটালস। জেসন রয়, সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহানকে নিয়ে সাজানো ব্যাটিং লাইনও হয়েছে ব্যর্থ। কেবল পাঁচ ব্যাটার পৌঁছাতে পারেন দুই অংকের ঘরে, যার মধ্যে সর্বোচ্চ রান ২০ তানজিদ তামিমের। সহজ লক্ষ্য তাড়ায় নেমে ৪০ বল হাতে রেখেই রংপুরের ৭ উইকেটের জয়। পাঁচ ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। উড়তে থাকা রংপুর রাইডার্সের জয়ের ফাই-ফার। অন্যদিকে, বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত চার ম্যাচ খেলে কোনো ঝলক দেখাতে পারেনি। ঢাকা ক্যাপিটালসের ১১১ রান ৪০ বল আর ৭ উইকেট হাতে রেখে জিতেছে রংপুর রাইডার্স। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঢাকা ক্যাপিটালস দলে যুক্ত হন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার জেসন রয়। গতকাল সকালে সিলেটে পৌঁছে দুপুরেই খেলতে নেমে যান ম্যাচ। তবে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। ১২ বলের ইনিংসে জেসন রয়ের ব্যাট থেকে আসে ১৮ রান। প্রথম তিন ম্যাচের একটিতেও না খেলা সাব্বির রহমান গতকাল ঢাকার ইলেভেনে ফিরলেও ২ রানের বেশি করতে পারেননি। দলে ফেরা ওপেনার হাবিবুর রহমান সোহান ৩ বাউন্ডারিতে পান ১৪ রান। তবে তিনে নামা তানজিদ হাসান তামিমে ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২০ রানের ইনিংস। আরও একবার সিঙ্গেল ডিজিটে (৯) উইকেট হারান লিটন দাস। অধিনায়ক থিসারা পেরেরার গোল্ডেন ডাক। আগের দিন ঢাকার দলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন ম্যাচ খেলতে নেমে ১২ রান করেন। শেষদিকে আলাউদ্দিন বাবুর ব্যাট থেকে আসে ১৬ রান। নাহিদ রানা মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করে রংপুর রাইডার্সের সেরা বোলার। পাক পেসার আকিফ জাভেদের শিকার ২ উইকেট। খুশদিল শাহও স্পিন ঘূর্ণিতে দখলে নেন জোড়া উইকেট। ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালস ১৬.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। সহজ লক্ষ্য তাড়ায় নেমে অবশ্য শুরুতেই আজিজুল হাকিম তামিমকে হারায় রংপুর রাইডার্স। আগের দুই ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তামিম ১৪ বল খেলে করেন ৫। গত ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকা অ্যালেক্স হেলস এই ম্যাচেও ব্যাট হাতে ঝড় তুলেন। দারুণ সব স্ট্রোক্সে ফিফটির পথেই ছিলেন। তবে মোসাদ্দেক হোসেন বল হাতে নিয়ে ৪৪ রানে থাকা হেলসকে ক্যাচ বানান সাব্বির রহমানের হাতে। ২৭ বল খেলা অ্যালেক্স হেলস চার ৪ ও ৩ ছক্কায় করেন ২৪ রান। এই ম্যাচে অবশ্য দ্রুত বিদায় নিয়েছেন সাইফ হাসানও। আলাউদ্দিন বাবুর শিকার হওয়ার আগে সাইফের ব্যাট থেকে আসে ১৩ রান। এরপর দুই পাকিস্তানি তারকা ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ’র ব্যাটে জয়ের পথে এগোতে থাকে রংপুর। ইফতিখার আহমেদ ৯, খুশদিল শাহ মাত্র ১৩ বলে ২৭ রানের ক্যামিও খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৬.৪ ওভার হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button