খেলাধুলা

হেলসের সাথে তর্কে শাস্তি পেলেন তামিম ইকবাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন ফরচুন স্পোর্টস ডেস্ক : বরিশালের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে আচরণবিধির লেভেল ওয়ান পর্যায়ের ধারা ভঙ্গ করেছেন তামিম। আর্থিক জরিমানা না হলেও তামিমের নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও প্রায়ই একথা ভুলে যান কোনো কোনো ক্রিকেটার। গত বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্স-ফরচুন বরিশালের স্নায়ুক্ষয়ী ম্যাচ শেষে মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে তামিম ইকবাল ও অ্যালেক্স হেলসের বিতর্কে। নাটকীয় জয়ের পর দুই দলের খেলোয়াড়রা যখন সৌহার্দ্য বিনিময় করছিলেন, তখন তামিম ইকবালকে দেখা যায় রাগান্বিত অবস্থায় অ্যালেক্স হেলসকে কিছু বলতে। এমনকি হেলসের দিকে তেড়ে যাওয়ারও চেষ্টা করেন তামিম। তামিম আচরণবিধির ২.৬ ধারায় আপত্তিকর, অশালীন আচরণ করেন। যে কারণে তাকে শাস্তি হিসেবে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যা তার প্রোফাইলের সঙ্গে যুক্ত হবে। এই অপরাধে কোন ক্রিকেটারকে সর্বনি¤œ শাস্তি হিসেবে ভৎসর্না শুনতে হয় এবং সর্বোচ্চ জরিমানা হিসেবে তার ম্যাচ ফি’র শতকরা ৫০ ভাগ কাটা হয়। সেই সঙ্গে যোগ হয় এক বা দুই ডিমেরিট পয়েন্ট। তামিম তার বিরুদ্ধে আনা অভিযোগ ও শাস্তি মেনে নেয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। বরিশাল-রংপুরের হাইভোল্টেজ লড়াইয়ে দায়িত্বে থাকা ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল তামিমের শাস্তির কথা নিশ্চিত করেছেন। ফরচুন বরিশাল অধিনায়ক তামিম একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবং তাকে সতর্কও করা হয়েছে। অনফিল্ড আম্পায়ার আলি আরমান ও আসিফ ইয়াকুব ম্যাচ শেষে অভিযোগ করেছেন ম্যাচ রেফারির কাছে। অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে আচরণবিধির ২.৬ অনুচ্ছদের এক নম্বর ধারা ভঙ্গের কারণে তামিমকে এমন শাস্তি দেওয়া হয়েছে। তামিম ছাড়াও অন্য কেউ শাস্তি পাননি। ম্যাচ রেফারির বক্তব্য, আর কোনো ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button