খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালন করবেন সৈকত

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপর থেকে বড় বড় ম্যাচে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে সৈকতকে। আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়ার পর থেকে আইসিসির ইভেন্টে নিয়মিত মুখ সৈকত। সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ^কাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ^কাপে দায়িত্ব পালন করতে দেখা গেছে সৈকতকে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ^কাপ দিয়ে ছেলেদের টি-টোয়েন্টি বিশ^কাপে দায়িত্ব পালন করা প্রথম বাংলাদেশি আম্পায়ারও বনে যান সৈকত। এর আগে নারীদের ২টি ওয়ানডে বিশ^কাপ এবং টি-টোয়েন্টি বিশ^কাপে আম্পায়ার হিসেবে দেখা গেছে সৈকতকে। আইসিসির ইভেন্টের বাইরে সর্বশেষ বর্ডার-গাভাস্কার ট্রফিতেও আম্পায়ারের দায়িত্বে ছিলেন সৈকত। সেখানেও সফলতার সাথে দায়িত্ব পালন করে ক্রিকেট বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এর মধ্যে আম্পায়ার হিসেবে দেখা যাবে ১২ জনকে। ৩ জন থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে ২০১৭ সালে ১২ জনের মধ্যে ৬ জন দায়িত্বে ছিলেন। ফাইনাল ম্যাচে দায়িত্ব পালন করা রিচার্ড কেটেলবোরো এবারও থাকছেন। বাকি পাঁচজন হচ্ছেন – কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফেনি, রিচার্ড ইলিংওর্থ, পল রাইফেল এবং রড টাকার। আগের আসরে না থাকা ছয়জনের মধ্যে একজন সৈকত, বাকি পাঁচজন হচ্ছেন – মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টোক, এহসান রাজা, অ্যালেক্স হোয়ার্ফ এবং জোয়েল উইলসন। ১২ জনের সবাই সর্বশেষ ২০২৩ সালে ভারত বিশ^কাপে ম্যাচ পরিচালনা করেছেন। ভারত বিশ^কাপে ৫টি ম্যাচের দায়িত্বে ছিলেন সৈকত। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে যাওয়া ৩ জন হলেন ডেভিড বুন, অ্যান্ড্রু পাইক্রফট এবং রঞ্জন মাদুগালে। এর মধ্যে বুন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন। পাইক্রফটও সেই আসরে ম্যাচ রেফারি ছিলেন। মাদুগালে তার আগের আসরে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button