খেলাধুলা

আবারও অজি শিবিরে দুঃসংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগেই দুঃসংবাদ পেল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ছিটকে যেতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। আপাতত প্যাট কামিন্সকে নিয়ে আশা ছেড়ে দিয়েছেন কোচ। একই রকমের সম্ভাবনা আছে আরেক পেসার জশ হ্যাজেলউডকে নিয়েও। অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের খেলার সম্ভবনা নেই বললেই চলে। ইনজুরির কারণে এই মুহুর্তে খেলা থেকে দূরে আছেন এই পেসার। বোর্ডার-গাভাস্কার সিরিজে বাড়তি বোলিং চাপ নেওয়ার পর তার গোড়ালির ইনজুরি ধরা পড়ে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির দুই সপ্তাহ আগেও সেখান থেকে মেলেনি কোনো সুখবর। যদিও শঙ্কা ছিলো তাও প্যাট কামিন্সকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছিলো অস্ট্রেলিয়া। তবে এসইএন রেডিওতে কোচ ম্যাকডোনাল্ড বলেন, ‘‘প্যাট কামিন্স কোনো ধরনের বোলিং এখনও শুরু করতে পারেনি। তার খেলার সম্ভাবনা তাই প্রবলভাবেই কম। যার অর্থ, আমাদের একজন অধিনায়ক প্রয়োজন। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকলপনা নিয়ে দেশে প্যাট কামিন্সের সঙ্গে যখন আলোচনা হয়েছে আমাদের। (অধিনায়ক হিসেবে) স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের নামই এসেছে বিবেচনায়। নেতৃত্বের জন্য ওদের দুজনের দিকেই তাকাব আমরা।’’ এদিকে জশ হ্যাজেলউডের বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন কোচ। তিনি বলেন, ‘‘জশ হেইজেলউডের ব্যাপারটিও আছে, ফিট হয়ে উঠতে লড়ছে সে। আগামী দিন দুয়েকের মধ্যে মেডিকেল তথ্যগুলো আসবে, আমরা আরও ভালোভাবে বুঝতে পারব একং সবাইকে জানতে পারব যে, কোন পথে এগোচ্ছি।’’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button