খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে সবসময় চাপে থাকে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখতে দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। তার মতে, বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে ভারত সাধারণত চাপে থাকে। সঙ্গত কারণেই এ মানসিক সুবিধাটা আমাদের নেওয়া উচিত। সাংবাদিকদের বাশার বলেন, ‘ভারত সব সময়ই ভালো দল। কিন্তু তারা চাপে থাকতে পছন্দ করা দল নয়। আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে খেললে তারা বাড়তি চাপে থাকে।’ তিনি আরও বলেন, ‘ভারত সব দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে এবং তাদের দলে বেশ কয়েকজন চ্যাম্পিয়ন খেলোয়াড় আছে- ‘এটা অস্বীকার করা যাবে না। কিন্তু তারা আমাদের বিপক্ষে মাঠে নামলে চাপ অনুভব করে।’ বাশার জানান, ‘প্রথম বল থেকেই তাদের চাপে রাখতে পারলে আমরা তাদের হারাতে পারি।’ এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ^কাপে ভারতকে হারানোটা আইসিসির অন্যতম সফল ইভেন্টে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন বাশার। যদিও চ্যাম্পিয়ন হবার দৌঁড়ে এগিয়ে ভারত। তবে বাশার মনে করেন, ওয়ানডেতে আগের চেয়ে ভালো দল বাংলাদেশ। এখন পর্যন্ত ৪১ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে ভারত জিতেছে ৩২টিতে এবং বাংলাদেশের জয় মাত্র ৮টিতে। দুই দলের শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ তিনটি এবং ভারত দু’টিতে জিতেছে। বাশার বলেন, ‘বিষয়টা এমন নয় যে, আমরা ভারতকে কখনও হারাইনি। আইসিসি ইভেন্টে আমরা যখন তাদের আগে হারিয়েছিলাম, তখন তারা ভালো দল ছিল। কিন্তু আমি মনে করি এখন আমরা আগের চেয়ে ভালো দল। তাই এমন নয় যে, আমরা তাদের হারাতে পারবো না।’ ২০১৭ সালে ইংল্যান্ডে মাটিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে ফাইনালে খেলার সেরা সুযোগ হাতছাড়া করে টাইগাররা। বাশার জানান, বাংলাদেশ দলের এখন লক্ষ্য হওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা। তিনি বলেন, ‘বিশ^কাপে আমাদের রেকর্ড তেমন ভালো নয়। তবে আমরা এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছি। আমি মনে করি এবার আমাদের ফাইনালে ওঠার লক্ষ্য থাকা উচিত।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button