খেলাধুলা

নতুন অধিনায়ক পেলো আরসিবি

স্পোর্টস ডেস্ক : আইপিএল ২০২৫ মৌসুমের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন রজত পাতিদার। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। ৩১ বছর বয়সী এই মিডল-অর্ডার ব্যাটার ফাফ ডু প্লেসির স্থলাভিষিক্ত হয়েছেন। ফাফ ডু প্লেসিকে ছেড়ে দেওয়ার পর, নতুন অধিনায়ক খুঁজছিল বেঙ্গালুরু। ৩১ বছর বয়সী পাতিদার মধ্যপ্রদেশের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার নেতৃত্বগুণের কারণে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২১ সালে আইপিএলে অভিষেক হওয়া পাটিদার এখনও পর্যন্ত ২৭টি ম্যাচে ৭৯৯ রান করেছেন, স্ট্রাইক রেট ১৫৮.৮৫। আরসিবি তাকে ১১ কোটি টাকায় ধরে রেখেছিল। ২০২২ সালে নিলামে অবিক্রীত থাকলেও, চোটের কারণে সুযোগ পেয়ে তিনি নজর কাড়েন এবং দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, ‘‘পাতিদারের মধ্যে একধরনের স্থিরতা ও আত্মবিশ^াস আছে যা আইপিএলের মতো প্রতিযোগিতায় অধিনায়ক হিসেবে কাজে দেবে।’’ পাতিদার এখন আরসিবির অষ্টম অধিনায়ক, ভিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির পর নতুন দায়িত্ব পেয়ে তিনি দলে নতুন দিশা দেখানোর জন্য প্রস্তুত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button