নেইমারের বার্সায় ফেরা: গুঞ্জন নাকি বাস্তবতা?

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান তারকা নেইমার আবারও বার্সেলোনায় ফিরতে পারেনÑএমন গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার যেন শোনা যাচ্ছে বেশ জোরালোভাবে। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সাম্প্রতিক পোস্ট এবং স্প্যানিশ গণমাধ্যমের তথ্য নতুন করে উসকে দিয়েছে আলোচনার আগুন। সত্যিই কি নেইমার বার্সেলোনায় ফিরতে পারেন? নাকি এটি শুধুই গুজব? সম্প্রতি রোমানো তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুইটি পোস্ট করেছেন নেইমারকে নিয়ে। প্রথম পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, ‘আগামী মৌসুমে নেইমারের লাস্ট ড্যান্স; হ্যাঁ অথবা না?’ আর দ্বিতীয় পোস্টে বার্সেলোনার অনুশীলনের জার্সিতে নেইমারের ছবি দিয়ে লিখেছেন, ‘বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন।’ নেইমারের বর্তমান পরিস্থিতি বেশ জটিল। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের পর তিনি শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন ছয় মাসের জন্য। এরপর এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে। কিন্তু স্প্যানিশ রেডিও ‘কাদেনা কোপ’ দাবি করেছে, এটি নাকি তার ইউরোপে ফেরার পূর্ব প্রস্তুতি। নেইমারের লক্ষ্য হলো ইউরোপে ফিরে নিজের যোগ্যতা প্রমাণ করা এবং ২০২৬ বিশ^কাপের আগে কোনো শীর্ষ ক্লাবে জায়গা করে নেওয়া। বার্সেলোনায় ফেরা কি সত্যিই সম্ভব? স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর খবর অনুযায়ী, বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো গ্রীষ্মকালীন দলবদলের সময় একজন লেফট উইঙ্গার কিনতে চান। তবে ক্লাবের আর্থিক সমস্যার কারণে নতুন খেলোয়াড় আনতে হলে তাকে ফ্রি এজেন্ট হতে হবে এবং বেতন কমানোর ব্যাপারে রাজি থাকতে হবে। নেইমার যদি এই দুই শর্ত মেনে নেন, তাহলে তার বার্সায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বার্সেলোনার কিছু খেলোয়াড় নেইমারের ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিশেষ করে তরুণ তারকা লামিনে ইয়ামাল নেইমারকে তার আদর্শ মনে করেন। এছাড়া ব্রাজিলিয়ান সতীর্থ রাফিনিয়া তাকে বার্সায় ফেরানোর সুপারিশ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে কোচ হান্সি ফ্লিক নেইমারের ফেরার বিষয়ে বরাবরই সন্দিহান। বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা স্পষ্ট করে দিয়েছেন, নতুন খেলোয়াড়ের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণÑএক, তাকে অবশ্যই ফ্রি এজেন্ট হতে হবে; দুই, তার শারীরিক ফিটনেস ভালো থাকতে হবে। নেইমারের বার্সায় ফেরার জন্য তাই দুটি শর্তই পূরণ করা প্রয়োজন। স্পোর্টস বিশ্লেষকদের মতে, নেইমারের প্রধান চ্যালেঞ্জ হবে তার ইনজুরি প্রবণতা। সাম্প্রতিক বছরগুলোতে তিনি একাধিকবার বড় চোটে পড়েছেন, যা ইউরোপের শীর্ষ ক্লাবগুলোকে তাকে নিয়ে সিদ্ধান্ত নিতে ভাবিয়ে তুলবে। নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে নিশ্চিত কিছু বলা কঠিন। তবে পরিস্থিতি যা বলছে, তাতে নেইমারের নিজের ইচ্ছা থাকলেও, বার্সেলোনার আর্থিক বাস্তবতা ও তার ফিটনেসের উপর অনেক কিছু নির্ভর করছে। সান্তোসে তিনি যদি ছন্দ ফিরে পান এবং বার্সার শর্ত মেনে নেন, তাহলে হয়তো ক্যাম্প ন্যুেত তার ‘লাস্ট ড্যান্স’ দেখার সুযোগ মিলতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা।