খেলাধুলা

পিছিয়ে গেলো আইপিএল

স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের আসন্ন মৌসুম। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। আগে জানা গিয়েছিল, ২১ মার্চ শুরু হবে আইপিএল। তবে এবার ক্রিকইনফো জানিয়েছে, এক দিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। রীতি অনুযায়ী উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনসে। উদ্বোধনী ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ক্রিকইনফো আরও জানিয়েছে, গত আসরের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ ২৩ মার্চ বিকালের ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। একই দিন রাতের ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে হায়দরাবাদ এবং চেন্নাই। ২৫ মার্চ মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ। ৯ মার্চ আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ১২ দিন পরেই মাঠে গড়াবে আইপিএল। ১০ দলের টুর্নামেন্টে ভেন্যু থাকছে ১২টি। ১০ দলের ১০ হোম ভেন্যুর পাশাপাশি খেলা হবে গোয়াহাটি (রাজস্থানের দ্বিতীয় হোম ভেন্যু) এবং ধর্মশালাতে (পাঞ্জাব কিংসের দ্বিতীয় হোম ভেন্যু)। কেকেআর এবং আরসিবি দুই দলই দুই নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামতে যাচ্ছে। ফাফ ডু প্লেসি নতুন ঠিকানায় চলে যাওয়ার পর রজত পতিদারকে অধিনায়ক করেছে আরসিবি। অন্যদিকে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ধরে রাখেনি কেকেআর। এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি তারা। আইয়ারকে দলে ভিড়িয়ে অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাঞ্জাব কিংস, সাথে নতুন প্রধান কোচ করা হয়েছে রিকি পন্টিংকে। ৭ হোম ম্যাচের মধ্যে ৩টি ধর্মশালাতে খেলবে পাঞ্জাব, বাকি ৪টি পাঞ্জাবের মুল্লানপুরে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button