খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের চূড়ান্ত লড়াইয়ে আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। টানা তৃতীয়বারের মতো ফাইনালে পৌঁছে ভারত শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবে, অন্যদিকে দীর্ঘ ২৫ বছরের শিরোপা-খরা কাটানোর জন্য প্রস্তুত নিউজিল্যান্ড।
চলতি আসরে ভারত ও নিউজিল্যান্ড একই গ্রুপে ছিল। ভারত ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছায়, আর নিউজিল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়। গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল দু’দল, যেখানে ভারত ৪৪ রানে জয় লাভ করে। ঐ ম্যাচে ভারতের বরুণ চক্রবর্তী ৪২ রানে ৫ উইকেট শিকার করে নজর কাড়েন।
সেমিফাইনালে ভারত শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে টানা তৃতীয়বার ফাইনালে পৌঁছায়। ২০১৩ ও ২০১৭ সালের পর আবারও শিরোপার জন্য লড়বে টিম ইন্ডিয়া। অন্যদিকে নিউজিল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, “টানা তিন বছর আমরা আইসিসির তিনটি ফাইনাল খেলেছি। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করা। নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ, তাই আমাদের খুবই সাবধান থাকতে হবে।”
নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার শিরোপার ব্যাপারে আত্মবিশ^াসী। তিনি বলেন, “আমরা এবারের আসরে ধারাবাহিকভাবে ভালো খেলেছি। ভারতকে হারাতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ছুঁতে পারিনি, এবার সে সুযোগ কাজে লাগাতে চাই।”
ওয়ানডে ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ড এখন পর্যন্ত ১১৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৬১ বার এবং নিউজিল্যান্ড জিতেছে ৫০ বার। ১টি ম্যাচ টাই হয়েছে ও ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করতে চায় ভারত, আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চায় নিউজিল্যান্ড। ফাইনালে কারা বাজিমাত করবে, তা জানা যাবে কালকের রোমাঞ্চকর লড়াইয়ে।

দুই দলের সম্ভাব্য একাদশ
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button