খেলাধুলা

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির হোসেন

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেই নাসির হোসেনের মুখে হাসি। নাসিরের প্রত্যাবর্তনের ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেল তার দল রূপগঞ্জ টাইগার্স। নাসির এদিন বল হাতে ১ উইকেট শিকারের পর ব্যাটিংয়ে তিন নম্বর পজিশনে নেমে করেছেন ৯ রান। আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে আবার ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার নাসির হোসেন। মাঠে ফিরে প্রথম দিনেই তাঁর দল রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে ১০ ওভার বল করেছেন। ৩১ রান দিয়ে একটি উইকেটও নিয়েছেন। এরপর অবশ্য ব্যাটিংয়ে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন নাসির। দল যখন জয় থেকে ৪ রানের দূরত্বে, নাসির তখন ব্যক্তিগত ৯ রানে ব্যাট করছেন। স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারির আশায় পুল খেলতে গিয়ে হলেন ক্যাচ। ২ চারের সাহায্যে পাওয়া ৯ রান নিয়েই নাসিরকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। এর আগে গাজী গ্রুপ ক্রিকেটার্স অলআউট হয়ে যায় মাত্র ১৫৯ রান করতেই। অধিনায়ক এনামুল হক বিজয় ১০ রানের বেশি করতে পারেননি। তবে দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন গাজী তাহজিবুল ইসলাম। সহজ লক্ষ্য তাড়ায় নেমে ওপেনিং জুটিতেই রূপগঞ্জ টাইগার্সের সংগ্রহ ১৩৮ রান। ফিফটি হাঁকিয়ে আব্দুল মজিদ ব্যক্তিগত ৫৩ রানে আউট হলে ভাঙে জুটি। আরেক ওপেনার অমিত মজুমদারের ব্যাট থেকে আসে ৭৬ রানের ইনিংস। তিনে নেমে নাসির হোসেন ম্যাচ শেষ করতে না পারলেও ৮ উইকেটে জিতেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button