খেলাধুলা

টেবিলের শীর্ষস্থান দখল করলো আরসিবি

স্পোর্টস ডেস্ক : দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো টানা ছয়টি অ্যাওয়ে ম্যাচ জয়ের কীর্তি গড়লো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত রোববার রাতে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো তারা। ভুবনেশ^র কুমার ও জশ হ্যাজেলউডের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই দিল্লিকে চাপে ফেলে বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে দিল্লির ইনিংস থামে মাত্র ১৬২ রানে, ৮ উইকেট হারিয়ে। ব্যাট হাতে সবচেয়ে ভালো খেলেন লোকেশ রাহুল। তবে তার ৩৯ বলের ৪১ রানের ইনিংস ছিল যথেষ্ট ধীর। ঝলক দেখান ট্রিস্টান স্টাবস। তিনি মাত্র ১৮ বলে ৫টি চার ও ১টি ছয়ে করেন ৩৪ রান। শুরুটা ভালো করলেও ওপেনার অভিষেক পোরেল ২৮ রানের বেশি করতে পারেননি। আর ফাফ ডু প্লেসি থেমে যান ২২ রানে। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ^র ৩টি ও হ্যাজেলউড ২টি উইকেট নেন। লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও স্বস্তির ছিল না বেঙ্গালুরুর জন্য। মাত্র ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় তারা। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও ক্রুনাল পান্ডিয়া। দুজনের ৮৪ বলের ১১৯ রানের অসাধারণ পার্টনারশিপ দলকে জয়ের পথে ফিরিয়ে আনে। কোহলি ৪৭ বলে ৪টি চারের সাহায্যে ৫১ রান করে আউট হন। তবে ক্রুনাল পান্ডিয়া একপ্রান্ত আগলে রেখে খেলেন অসাধারণ ইনিংস, ৪৭ বলে ৫টি চার ও ৪টি ছয়ে করেন অপরাজিত ৭৩ রান। শেষদিকে মাঠে নামেন টিম ডেভিড। যিনি দ্রুতগতির ইনিংসে জয় নিশ্চিত করেন বেঙ্গালুরুর। ৫ বল মোকাবিলা করে ৩টি চার ও ১টি ছয়ে ১৯ রানে অপরাজিত থাকেন ডেভিড। বিশেষ করে ১৯তম ওভারে টানা এক ছক্কা ও তিনটি চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ১০ ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষস্থান দখল করেছে বেঙ্গালুরু। তারা শীর্ষে ওঠায় একধাপ করে নিচে নেমে গেছে গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মতো দলগুলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button