খেলাধুলা

অর্ধশতকের আক্ষেপ রয়ে গেলো বিজয়ের

স্পোর্টস ডেস্ক : ২০১৩ সালে টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল এনামুল হক বিজয়ের। এতদিনেও খেলেছেন মাত্র ৫টি টেস্ট। গত সোমবার চট্টগ্রামে খেলতে নেমেছিলেন ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচ। তবে বাংলাদেশ আগে বোলিং করায় ওইদিন ব্যাট ধরা হয়নি বিজয়ের। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে ব্যাট হাতে বাংলাদেশকে দারুণ সূচনা করে দিয়েছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও বিজয়। তবে বিজয়ের আক্ষেপ থেকেই গেল। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটির সম্ভাবনা তৈরি করেও পারেননি বিজয়। ৮০ বলে ৩৯ রান করে ব্লেসিং মুজারাবানির এলবিডব্লিউর ফাঁদে পড়ে উইকেট হারিয়েছেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ভাগ্যের সহায়তা না পেয়ে মন খারাপ করেই মাঠ ছাড়তে হয়েছে বিজয়কে। তবে ৩৯ রানের ইনিংসটিই ডানহাতি ব্যাটারের ক্যারিয়ারসেরা টেস্ট ইনিংস। এর আগে বিজয়ের সর্বোচ্চ ইনিংস ছিল ২৩ রানের। যা ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন গ্রস আইল্যান্ডে। এরপরই জাতীয় দলের লাল বলের ক্রিকেট থেকে বাদ পড়েছিলেন বিজয়। ৩ বছর পর ব্যাপক সম্ভাবনা নিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন বিজয়। তবে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button