শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময় পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম শেখ। আছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। টি-টোয়েন্টি দলে ফিরেছে মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। বাদ পড়েছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম ও হাসান মাহমুদ। ক্যান্ডিতে ১০ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৩ জুলাই ডাম্বুলাতে দ্বিতীয় টি-টোয়েন্টি ও ১৬ জুলাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে কলম্বোতে।
বাংলাদেশ স্কোয়াড-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।