খেলাধুলা

১০ ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে চেন্নাই

স্পোর্টস ডেস্ক : আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। যদিও সর্বশেষ আসরটা দুঃস্বপ্নের মতো কেটেছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। নিজেদের ইতিহাসে এমন বাজে সময় খুব একটা দেখতে হয়নি সিএসকেকে। টানা ৫ ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডও গড়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। শেষ পর্যন্ত গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজে যায়। চেন্নাইয়ে খেলা সাবেক ক্রিকেটারদের মতে, নিলামে ভালো দল গড়তে ব্যর্থ হওয়ায় এমন বিপর্যয় চেন্নাইয়ের। আইপিএলের আগামী নিলামে নতুন করে দল সাজাতে চাইছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। বলা যায়, দলের খোলনলচে বদলে ফেলার কথা ভাবছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ১০ জন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারেন তারা। ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন মূলত বয়স্ক ক্রিকেটাররা। ম্যাচ জেতাতে পারেন, এমন ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চায় সিএসকে। এখনকার দল যথেষ্ট আগ্রাসী নয় বলেও মনে করছেন তারা। আবার নতুন ক্রিকেটার নেওয়ার মতো অর্থকড়ি তাদের কাছে নেই। তাই ১০ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়ে প্রায় সাড়ে ৩৪ কোটি রুপির সংস্থান করার পরিকল্পনা করা হচ্ছে। একাধিক আগ্রাসী ব্যাটারের দিকে নজর রয়েছে সিএসকে কর্তৃপক্ষের। আয়ুষ মাত্রে, উর্ভিল প্যাটেল, ডেওয়াল্ড ব্রেভিসের মতো তরুণ ক্রিকেটারকে গত নিলামে কিনেছিল চেন্নাই কর্তৃপক্ষ। তাদের মতোই তরুণ আগ্রাসী ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করতে চাইছেন তারা। কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়েও আশাহত চেন্নাই কর্তৃপক্ষ। সেই ক্রিকেটারদের আগামী নিলামের আগে ছেড়ে দেওয়া হতে পারে বা অন্য কোনো দলের কাছে বিক্রি করে দেওয়া হতে পারে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক তালিকা তৈরি করেছেন চেন্নাই কর্তৃপক্ষ। সেই তালিকায় নাম রয়েছে রবিচন্দ্রন অশি^নের। অভিজ্ঞ অফস্পিনারকে গত নিলামে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল চেন্নাই। নাম রয়েছে কিউই উইকেটকিপার ব্যাটার ডেভন কনওয়ের। তার জন্য খরচ হয়েছিল ৬ কোটি ২৫ লাখ রুপি। রয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রের নামও। তাকে ৪ কোটি রুপিতে দলে নিয়েছিল চেন্নাই। এ ছাড়া তালিকায় রয়েছে রাহুল ত্রিপাঠী (৩ কোটি ৪০ লাখ), স্যাম কারেন (২ কোটি ৪০ লাখ), গুরজাপনীত সিংহ (২ কোটি ২০ লাখ টাকা), নাথান এলিস (২ কোটি টাকা), দীপক হুডা (১ কোটি ৭৫ লাখ টাকা), জেমি ওভারটন (১ কোটি ৫০ লাখ টাকা), বিজয় শঙ্কর (১ কোটি ২০ লাখ টাকা)। এসব ক্রিকেটারদের ছেড়ে দিলে চেন্নাইয়ের হাতে আসবে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা। এ ছাড়া আরও কয়েক জনকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন চেন্নাইয়ের কর্তারা। নতুন দল তৈরির জন্য আগামী নিলামে ৪০ কোটি টাকা নিয়ে যেতে চান তারা। ব্যাটিং লাইন-আপের টপ এবং মিডল অর্ডারে আগ্রাসী ব্যাটার চান সিএসকে কর্মকর্তারা। এই ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত ভালো ভারতীয় অলরাউন্ডারদের দিকেও নজর রয়েছে চেন্নাই কর্তৃপক্ষের। চেন্নাইয়ের ছাঁটাইয়ের তালিকায় ধোনির নাম থাকার প্রশ্ন নেই। তাকে ধরেই শক্তিশালী দল তৈরির পরিকল্পনা করা হচ্ছে। ধোনির সঙ্গে রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা এবং শিবাম দুবেকে নিয়ে দলের কোর গ্রুপ তৈরির কথা ভেবেছেন তারা। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সঙ্গে সঞ্জুর জন্য যোগযোগ করেছিলেন চেন্নাইয়ের কর্তারা। রাজস্থান রুতুরাজ এবং কনওয়েকে চায় সঞ্জুর বদলে। চেন্নাই আবার এই শর্তে রাজি নয়। রুতুরাজকে ছাড়বে না চেন্নাই। তিনিই গত মৌসুম থেকে দলের ঘোষিত অধিনায়ক। চেন্নাই সঞ্জুকে কিনতে চায় শুধু টাকা দিয়ে। তাতে আবার রাজি নন রাজস্থান কর্তৃপক্ষ। দু’পক্ষের মধ্যে আলোচনা চললেও সমাধানের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button