খেলাধুলা

প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়লো জুনিয়র টাইগাররা

স্পোর্টস ডেস্ক : শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে প্রোটিয়াদের ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশি যুবারা। গত রোববার হারারে স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৬৯ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৪৮.৪ ওভারে ২৩৬ রানে। স্বাগতিক জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বড় পুঁজি গড়ার কারিগর মূলত দুইজন; রিজান হোসেন ও কালাম সিদ্দিকি। ৬৫ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ১১৭ রানের বিশাল জুটি করে লাল-সবুজদের বড় পুঁজির ভিত গড়ে দেন তারা। ৭৫ বলে ৬৫ রান করে কালাম সিদ্দিকি সাজঘরে ফেরেন। এই ইনিংস সাজাতে ৬টি চারের সহায়তা নেন তিনি। পঞ্চম উইকেটে মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়ে ৬৩ রানের আরেকটি জুটি করেন রিজান। শেষ পর্যন্ত ৯৬ বলে ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন তিনি, মিস হয়ে যায় সেঞ্চুরি। শেষ দিকে বাংলাদেশের রান বাড়িয়ে নিতে অবদান রাখেন আব্দুল্লাহ। ২৯ বলে ৩৮ রান করেন তিনি। তার সঙ্গে ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন সামিউন বশির। এর আগে ওপেনার জাওয়াদ আবরার ৪২ বলে ২১ ও রিফাত বেগ ২২ বলে ১৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভারে ৫৯ রান তোলে প্রোটিয়া যুবারা। দলীয় ১১১ রান পর্যন্ত তাদের ছিল ২ উইকেট। মাঝের ওভারগুলোতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করে বাংলাদেশ। রিজান হাসান, স্বাধীন ও আল ফাহাদদের দুর্দান্ত বোলিংয়ে মিডল ওভারগুলোতে চাপে পড়ে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। যে কারণে ৮ বল আগেই গুটিয়ে যায় তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৪০ রান করেন আদনান লাগাদিয়েন। জেসন রোলস ৫৩ বলে ৩৫, তান্দো সনি ৩২ বলে ৩৪ ও অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়া ৪৩ বলে ৩১ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে রিজান ৩৪ রানে ৫ উইকেট শিকার করেন। ৩ উইকেট দখল করেন আল ফাহাদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button