খেলাধুলা

এবার ভৌতিক সিনেমায় জুটি বাঁধছেন সিয়াম-নাজিফা তুষি

শাকিব খানকে নিয়ে ‘তা-ব’ নির্মাণের পর নতুন চমক নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফী। তার নতুন ছবির নাম ‘আন্ধার’-যা হবে ভৌতিক জনরার গল্প। নায়ক হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদ। সঙ্গে রয়েছেন দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নায়ক নিশ্চিত হলেও ছবির নায়িকা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, ‘আন্ধার’-এর নায়িকা অভিনেত্রী নাজিফা তুষি। এই ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন দুজন। ইতোমধ্যে তুষিকে চূড়ান্ত করা হয়েছে বলেও জানা গেছে। এর আগে তিনি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ ছবিতে নজর কাড়েন। পাশাপাশি ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সিন্ডিকেট’-এ অভিনয় করেছেন। ‘আন্ধার’ প্রসঙ্গে জানতে চাইলে নাজিফা তুষি বলেন, আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না। আমাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আপাতত কিছু বলতে পারব না-যা বলার, টিম এবং পরিচালক বলবেন। এর আগে সিয়াম-রাফী একসঙ্গে কাজ করেছেন ‘পোড়ামন ২’, ‘দামাল’ এবং ওয়েব ফিল্ম ‘টান’-এ। অন্যদিকে, তুষি ছিলেন রাফী পরিচালিত ‘ডার্ক সাইড অব ঢাকা’-তে। ‘আন্ধার’-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুরু হবে শুটিং। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছবিটি মুক্তির জন্য কোনো ঈদ মৌসুমের অপেক্ষা করবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button