খেলাধুলা

চেন্নাইয়ের উপর গুরুতর অভিযোগ আনলেন অশি^ন

স্পোর্টস ডেস্ক : শোনা যাচ্ছে, আগামী আইপিএলের আগে রবিচন্দ্রন অশি^নকে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিংস। এমন গুঞ্জনের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলছেন ভারতের সাবেক এই স্পিনার। কদিন আগে মহেন্দ্র সিং ধোনির দলের পেশাদারিত্ব নিয়ে কথা বলেছিলেন। এবার সামনে আনলেন আর্থিক অনিয়মের অভিযোগ। নিজের ইউটিউব চ্যানেলে অশি^ন বলেন, চলতি বছরের আইপিএলে বদলি হিসেবে সই করানো হয়েছিল ডেওয়াল্ড ব্রেভিসকে। চুক্তির অর্থ ছাড়াও প্রোটিয়া তারকাকে অনেক টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ অশি^নের। আইপিএলের মাঝপথে চোট পেয়ে ছিটকে যান সিএসকে পেসার গুরজাপনীত সিং। তার জায়গায় ২.২ কোটি রুপিতে সই করানো হয় ব্রেভিসকে। কিন্তু অশি^নের দাবি, কাগজে-কলমে যা উল্লেখ করা হয়েছে তার থেকে অনেক বেশি অর্থ ব্রেভিসকে দেওয়া হয়েছে। ইউটিউবে অশি^ন বলেন, “পরিবর্ত হিসেবে সই করাতে গেলে বেস প্রাইসে নিতে হতো। সে কারণেই বেশ কয়েকটি দলের আগ্রহ থাকলেও তারা শেষ পর্যন্ত ব্রেভিসকে নেয়নি। এমন পরিস্থিতিতে এজেন্টদের মাধ্যমে সংশ্লিষ্ট ক্রিকেটাররা অনেক সময় দাবি করেন, বাড়তি টাকা দিলে দলে আসব।” ব্রেভিসের ক্ষেত্রেও তাই হয়েছে বলে দাবি অশি^নের। তারকা স্পিনারের কথায়, ‘এরকম দাবি ক্রিকেটাররা তখনই করে যখন তারা বুঝতে পারে যে পরের মৌসুমে নিলামে উঠলে অনেক বেশি দাম পাবে। তাই ক্রিকেটাররা বলে দেয়, এই মৌসুমে বেশি টাকা না দিলে পরের মৌসুমে আর এই দলে থাকব না। ব্রেভিসকে অর্থ দেওয়ার জন্য চেন্নাই প্রস্তুত ছিল, তাই ও দলে যোগ দিয়েছে। আইপিএলের শেষের দিকে চেন্নাইয়ের দলও বেশ শক্তিশালী হয়েছিল।’ অশি^নের বিস্ফোরক অভিযোগ নিয়ে অবশ্য সিএসকের তরফে কিছু বলা হয়নি। প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন অশি^ন। এরপর পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসে খেলে গত বার ফের ফিরে এসেছিলেন সিএসকে’তে। ২০২৫ সালের মেগা নিলামে ৯.৭৫ কোটি রুপিতে অশি^নকে কেনে চেন্নাই। এক দশক পর সিএসকেতে ফিরলেও গত মৌসুমে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি অশি^ন। পরের আসরে হয়তো তাকে ছেড়ে দিতে পারে চেন্নাই।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button