আবারও ব্যর্থ সাকিব, গায়ানার কাছে বিশাল ব্যবধানে হারলো অ্যান্টিগা

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে চতুর্থ ম্যাচেও ব্যাটে-বলে নিজের সামর্থ্য দেখাতে পারেননি সাকিব আল হাসান। ৩৮ বছর বয়সী অলরাউন্ডারটি বল হাতে দুই ওভার বোলিং করে কোনো উইকেট নিতে পারেননি এবং ১৬ রান খরচ করেছেন। ব্যাট হাতে তিনি মাত্র ৭ বল খেলতে সক্ষম হন ৮ রান করে আউট হয়ে যান।
বাংলাদেশ সময় গতকাল শনিবার সকালে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ২১১ রানের বড় সংগ্রহ গড়ে। দলের হয়ে শাই হোপ ৫৪ বলে ৮২ রান করেন, যার মধ্যে ছিল ৬ চার ও ৫ ছক্কা। তিনি জেইডেন সিলসের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এছাড়া ঝোড়ো ব্যাটিং করে ২৬ বলে অপরাজিত ৬৫ রান করেন শিমরন হেটমায়ার এবং রোমারিও শেফার্ড ৮ বলে অপরাজিত ২৫ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে অ্যান্টিগা মাত্র ১৫.২ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে কারিমা গোরে সর্বোচ্চ ১৪ বলে ৩১ রান করেন। এছাড়া বেভন জ্যাকবস ২৫ বলে ২৬ এবং ফাবিয়ান অ্যালেন ২০ বলে ২২ রান করেন। বাকিদের কেউ ২০ রানের ঘরে পৌঁছাতে পারেননি। গায়ানার হয়ে দক্ষিণ আফ্রিকার ডানহাতি স্পিনার ইমরান তাহির ২১ রান খরচ করে পাঁচটি উইকেট শিকার করেন।
এখন পর্যন্ত অ্যান্টিগা পাঁচটি ম্যাচ খেলেছে, যার মধ্যে একটি বাতিল হয়েছে বৃষ্টির কারণে। বাকি চার ম্যাচে সাকিবের ব্যাটে সর্বোচ্চ স্কোর মাত্র ১৩ এবং বল হাতে তাঁর একমাত্র উইকেট এসেছে দলের চতুর্থ ও নিজের তৃতীয় ম্যাচে। এদিনের হারের ফলে অ্যান্টিগার লক্ষ্য এবং সংগ্রামে বড় ব্যবধান দেখা গেছে, যা তাদের সিপিএল মরশুমের কঠিন যাত্রার ইঙ্গিত দিচ্ছে।