২০২৬ বিশ^কাপের ড্র ওয়াশিংটনে, ঘোষণা করলেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের ফিফা বিশ^কাপ ফুটবলের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ^কাপের ড্র অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও উপস্থিত ছিলেন।
প্রথমে ধারণা করা হচ্ছিল লাস ভেগাসে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান। কারণ ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ^কাপের ড্রও হয়েছিল লাস ভেগাসে। তবে শেষ পর্যন্ত আয়োজকরা ভেন্যু পরিবর্তন করে ওয়াশিংটনকে বেছে নেন। কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের একটি সুপরিচিত পারফর্মিং আর্টস ভেন্যু, যেখানে ট্রাম্প নিজেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো জানান, ড্র অনুষ্ঠানটি সারা বিশে^র দর্শকের জন্য সরাসরি সম্প্রচারিত হবে। একসঙ্গে প্রায় এক বিলিয়ন মানুষ এটি উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে। তিনি এসময় বিশ^কাপ ট্রফি নিয়ে আসেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে হাতে তুলে দেন। ট্রাম্প রসিকতা করে বলেন, “আমি কি এটি রেখে দিতে পারি?”
আগামী বিশ^কাপ ফুটবল হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। এতে অংশ নেবে ৪৮টি দেশ। মোট ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ইনফান্তিনোর ভাষায়, এটি হবে “১০৪টি সুপার বোলের সমান।”
ড্র অনুসারে, ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আট তৃতীয় দল নকআউট পর্বে জায়গা করে নেবে। ইতোমধ্যেই আয়োজক তিন দেশের সঙ্গে আরও ১০টি দল তাদের জায়গা নিশ্চিত করেছে। এগুলো হলো জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া ও ইকুয়েডর।
এরই মধ্যে ১৬টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে-যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি স্টেডিয়াম। আগামী ১০ সেপ্টেম্বর থেকে দর্শকদের জন্য টিকিট উন্মুক্ত করা হবে।