আবারও সমীকরণের শরণাপন্ন হতে হচ্ছে টাইগারদের

স্পোর্টস ডেস্ক : আত্মবিশ^াসে ভরপুর তিনটি সিরিজ জয়ের পর এশিয়া কাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে সূচনা আশাব্যঞ্জক হলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হারে ভেঙে পড়েছে সেই ছন্দ। শ্রীলঙ্কার বিপক্ষে গত শনিবারের ব্যাটিং বিপর্যয়ে শুরুতেই ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত জাকের আলি আর শামিম হোসেনের জুটি লড়াই চালিয়ে দলকে দাঁড় করায় ১৪০ রানের লক্ষ্যে। তবে সেটি শ্রীলঙ্কার ব্যাটারদের জন্য কোনো বড় চ্যালেঞ্জ হয়ে ওঠেনি। সহজেই জয় তুলে নেয় লঙ্কানরা। ফলে দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে লিটন দাস-মুস্তাফিজরা। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে আফগানিস্তান শীর্ষে, আর শ্রীলঙ্কা অবস্থান করছে দ্বিতীয় স্থানে।
কীভাবে সম্ভব হবে সুপার ফোর?
বাংলাদেশের সামনে এখন কেবল একটি পথ- আগামীকাল মঙ্গলবার আফগানিস্তানকে হারাতেই হবে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কার জয় কামনা করে। যদি এমন হয়, তাহলে শ্রীলঙ্কা যাবে ৬ পয়েন্টে, বাংলাদেশ থাকবে ৪ পয়েন্টে আর আফগানিস্তান ২ পয়েন্টে বিদায় নেবে। কিন্তু যদি আফগানিস্তানের কাছে হেরে বসে টাইগাররা, তবে কার্যত শেষ হয়ে যাবে সব আশা। একমাত্র ব্যতিক্রম ঘটতে পারে যদি হংকং কোনো অঘটন ঘটিয়ে শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তানও লঙ্কানদের হারাতে সক্ষম হয়। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সমান পয়েন্ট হবে, আর তখন ভাগ্য নির্ধারণ করবে নির্মম নেট রানরেট। সব মিলিয়ে, বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক জটিল সমীকরণের মোড়ে। নিজেদের খেলায় জয়ের বিকল্প নেই, আর বাকি নির্ভর করছে অন্য ম্যাচের ফলাফলের ওপর। টাইগাররা কি পারবে সব বাধা পেরিয়ে জায়গা করে নিতে সুপার ফোরে? সেটাই এখন কোটি ভক্তের প্রতীক্ষার প্রশ্ন।