ডু অর ডাই ম্যাচে আজ আফগানদের মুখোমুখি টাইগাররা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ২০২৫-এ নিজেদের টিকে থাকার লড়াইয়ে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরবর্তী রাউন্ডে যেতে হলে টাইগারদের হারাতেই হবে আফগানিস্তানকে। যা এক প্রকার ডু অর ডাই ম্যাচ লিটন দাসদের সামনে! এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর বাংলাদেশ দলের সামনে পেছনে তাকানোর আর সুযোগ নেই। জয় ছাড়া কোনো পথ খোলা নেই টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিং বিপর্যয় ও মাঝারি মানের বোলিং পারফরম্যান্সে জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয় লিটন-তাসকিনরা। সেই ভুল শুধরে মাঠে নামতে হবে আফগানিস্তানের বিপক্ষে। ফলে ওপেনিং জুটি থেকে শুরু করে মিডল অর্ডারের দায়িত্বশীলতাসবই, এখন সময়ের দাবি। এদিকে আফগানিস্তান ক্রিকেট দল এখন আর সেই আগের দিনে আটকে নেই। তাদের বোলিং আক্রমণ বিশেষ করে স্পিন বিভাগ বিশে^র যেকোনো দলের জন্য হুমকি স্বরূপ, ফলে ব্যাটসম্যানদের ভুল করার কোনো সুযোগ নেই। যার জন্য বাংলাদেশের ব্যাটারদের সাবধানতা এবং ধৈর্য ধরে খেলা জরুরি। এই ম্যাচে হার মানেই এশিয়া কাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত হবে বাংলাদেশ দলের জন্য। আর জয় মানেই সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখা। তাই ম্যাচটি টাইগারদের বাঁচা-মরার। দেশের সমর্থকরা তাকিয়ে আছেন, আরেকটি লড়াকু বাংলাদেশের প্রত্যাশায়। বাজে পারফরম্যান্সের কারণে একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ওপেনিং ও পেস বিভাগে নতুন মুখ দেখা যেতে পারে। এছাড়া পরিবর্তন আসতে মিডেল অর্ডার ও বোলিং বিভাগে। তাওহীদ হৃদয়ের বিপরীতে দেখা যেতা পারে সাইফকে। অপরদিকে বোলিং বিভাগে রিশাদের পরিবর্তে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। এছাড়া শরিফুলের পরিবর্তে গ্রুপের শেষ ম্যাচে আসতে তাসকিন আহমেদ। ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।