খেলাধুলা

পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ড নির্বাচন হচ্ছে বিসিবিতে : বুলবুল

স্পোর্টস ডেস্ক : ভক্ত-সমর্থকদের আশা ছিল এবারের বিসিবি নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে তামিম ইকবালসহ বেশ কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় অনেকটাই জৌলুস হারিয়েছে আসন্ন এই নির্বাচন। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিমের সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেন আরও ১৫ জন প্রার্থী। তারপরও এই নির্বাচনকে সেরা বোর্ড নির্বাচন বলছেন বিসিবি সভাপতি। গত শনিবার রাত পর্যন্ত সবমিলিয়ে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সংখ্যা ছিল ১৯ জন। বিসিবি নির্বাচনের একদিন আগে গতকাল বোববার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২০। জামালপুর জেলা থেকে কাউন্সিলর হয়ে ঢাকা বিভাগে নির্বাচন করতে চেয়েছিলেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। তবে নির্বাচনের আগেরদিন তিনিও সরে দাঁড়ালেন। এমন অবস্থায় ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। বুলবুলের আশা দেশের খেলা সব জেলাগুলোতে ছড়িয়ে দিতে চান তিনি। এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আমরা যদি সত্যিই ক্রিকেট উন্নয়ন করতে পারি এই ঢাকার ১৭টা জেলা আছে। একটা জেলা হচ্ছে কিশোরগঞ্জ এবং সেখানে ক্রিকেট বোর্ডের ভোট চাইতে গিয়ে দেখলাম যে তারা যেভাবে ক্রিকেট নিয়ে এগোচ্ছে, তাদের যে স্বপ্ন, তাদের যে পরিকল্পনা, এটা যদি আর ১৬টা জেলায় আমরা ছড়িয়ে দিতে পারি, পরবর্তীতে ৬৪টা জেলায় ছড়িয়ে দিতে পারি, আমাদের ক্রিকেটের স্ট্রেংথ আমরা এখনও জানিই না।’ বিসিবি সভাপতি জানালেন, দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন, ‘আমার কাছে মনে হয় আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং এই নির্বাচনটা এমন একটা জায়গায় দেখা গিয়েছে যে, যেদিন বাংলাদেশ দুটো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে, টি-টোয়েন্টি আফগানিস্তানের সাথে, মেয়েদের দলও বিশ^কাপে জিতেছে। কিন্তু আসল নিউজ হয়েছে নির্বাচনকে ঘিরে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button