খেলাধুলা

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে আজ মুখোমুখি খুলনা ও রংপুর

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় টি-টোয়েন্টি আসরের পর্দা নামছে সিলেটে। আসরের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে খুলনা ও রংপুর বিভাগ। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে বৃষ্টিতে বাধা এলেও শেষ পর্যন্ত দুই শক্তিশালী দল নিজেদের ছন্দে ফিরে এসেছে। ফাইনালটি অনুষ্ঠিত হবে আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন খুলনা। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারেও একই ফলাফলে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালের টিকিট পায় আকবর আলির রংপুর বিভাগ। দু’দলের সাম্প্রতিক ফর্ম আর আত্মবিশ^াস দেখে ক্রিকেটপ্রেমীরা এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায়।
কোয়ালিফায়ারে চট্টগ্রাম ২০ ওভারে ৩ উইকেটে তোলে ১৬৭ রান। ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদিকুর রহমান ভালো শুরু এনে দেন, আর অধিনায়ক ইয়াসির আলির ঝড়ো ব্যাটে স্কোর যায় ১৬০-এর ঘরে। জবাবে রংপুর শুরু থেকেই দৃঢ়তায় খেলেছে। ওপেনার নাসির হোসেন ৪১ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, সঙ্গে অধিনায়ক আকবর আলির ২১ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস ম্যাচটিকে করে তোলে রোমাঞ্চকর। শেষ বলে চার মেরে দলকে জয় এনে দেন আকবর। ম্যাচসেরা হন নাসির হোসেন।
ফাইনাল সামনে রেখে গত শুক্রবার দুই অধিনায়ক আকবর আলি ও মোহাম্মদ মিঠুন ফটোসেশনে অংশ নেন। ম্যাচ নিয়ে আকবর বলেন, “ফাইনাল ম্যাচ হলেও আমরা এটাকে সাধারণ ম্যাচ হিসেবেই নিচ্ছি। আমাদের যে পরিকল্পনা ছিল, সেই গেম প্ল্যান নিয়েই নামব। এখন চেষ্টা থাকবে সেটা সঠিকভাবে এক্সিকিউট করা।”
নাসির হোসেনের ফর্মে ফিরে আসা নিয়ে রংপুর অধিনায়ক আরও বলেন, “নাসির ভাই টিমের জন্য বিশাল এক অ্যাসেট। উনি শুরুতে নতুন বলে বল করেছেন, আবার শেষ দিকে ওপেনিংয়েও নেমেছেন। ওটা উনার নিজের সিদ্ধান্ত ছিল, আর সেটা দারুণ ফল দিয়েছে।”
অন্যদিকে, দীর্ঘদিন ট্রফি না পাওয়ার আক্ষেপ ঘোচাতে মরিয়া খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, “অনেক বছর হয়ে গেছে খুলনায় কোনো ট্রফি যায়নি। শুরু থেকেই আমরা একটা লক্ষ্য নিয়েই মাঠে নেমেছি-এই ট্রফিটা খুলনার ঘরে তুলতে চাই। ফাইনাল নতুন ম্যাচ, চেষ্টা থাকবে শতভাগ দেওয়ার।”
দুই অধিনায়কের এই আত্মবিশ^াসী বক্তব্যই ইঙ্গিত দিচ্ছে, শনিবার সিলেটে দেখা যেতে পারে টানটান উত্তেজনার এক ফাইনাল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button