খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও লিটনকে পাচ্ছেনা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ খেলার সময় পাঁজরের চোটে পড়েছিলেন লিটন দাস। এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের অধিনায়ক। ইনজুরির কারণে খেলতে পারেননি আফগানিস্তান সিরিজও। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না লিটন। পাঁজরের চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি। এখনো ব্যাথা আছে বলে জানা গেছে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন, আসন্ন ক্যারিবিয়ান সিরিজে ওয়ানডেতে নামা হচ্ছে না লিটনের। ওয়ানডেতে ব্যাট হাতে ফর্মেও নেই লিটন। সবশেষ ১০ ম্যাচে ব্যাট হাতে করেছেন মোটে ৭১ রান। এদিকে, কাঁধের ইনজুরিতে ভুগছেন পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনিও থাকছেন না দলে। সেক্ষেত্রে নাঈম শেখের ওপরেই ভরসা করতে হবে টিম ম্যানেজমেন্টকে। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই ফরম্যাটের দুটি সিরিজ মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এরপর ২০ ও ২৩ অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের এই লড়াইয়ের পুরোটাই হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়। ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম যাবে দল। নতুন সূচি অনুযায়ী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button