খেলাধুলা

বোলিং করা ও উইকেটের পতন ঘটানো আমার কাজ : রিশাদ

স্পোর্টস ডেস্ক : ১২ নম্বর ওভারে প্রথম বোলিংয়ে এসে ৬ নম্বর ডেলিভারিতেই উইকেটের পতন ঘটালেন; কিন্তু এরপরের তিন ওভার উইকেটশূন্য। সব মিলিয়ে ৪ ওভারের প্রথম স্পেলে ১৬ রান দিয়ে একটি মাত্র উইকেট। অতিবড় রিশাদ ভক্তও হয়ত ভাবেননি। এই ম্যাচের পরের অংশটা হবে শুধু এই লেগস্পিনারের! কিন্তু বাস্তবে হয়েছে তাই। ২০ নম্বর ওভারে আবার বোলিংয়ে এসে দ্বিতীয় উইকেট পাওয়া। সেই শুরু, একের পর এক উইকেট। ৪ ওভারের ওই স্পেলেই ৪ উইকেট দখল করে ম্যাচের নিয়েন্ত্রণ নিজ দলের হাতের মুঠোয় এনে দিলেন রিশাদ। পরে ৩৯ নম্বর ওভারে এসে ষষ্ট উইকেটের মুখ দেখলেন। সব মিলিয়ে ৩৫ রানে ৬ উইকেট শিকার করে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার উপহার দিলেন রিশাদ হোসেন। বলে রাখা ভালো, তারও আগে বাংলাদেশের আরও তিন বোলারের একদিনের ক্রিকেটে ৬ উইকেট দখল করার কৃতিত্ব আছে। তারা হলেন মাশরাফি (কেনিয়ার বিপক্ষে ২০০৬ সালে ৬/২৬), রুবেল হোসেন (২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬/২৬) ও মোস্তাফিজুর রহমান (ভারতের বিপক্ষে ২০১৫ সালে ৬/৪৩)। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ৬ উইকেট শিকারের অনুভুতি কী? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে রিশাদের জবাব, ‘আসলে বোলিং করা ও উইকেটের পতন ঘটানো আমার কাজ। আমি চেষ্টা করেছি। আলহামদুল্লিল্লাহ। এ উইকেটে ২ দলের ব্যাটাররাই স্ট্রাগল করেছে। আমিও প্রথম স্পেলে (৪ ওভারে ১/১৬) সেভাবে সফল হতে পারিনি। তবে প্রসেসে ছিলাম। তাই সাফল্য ধরা দিয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button