খেলাধুলা

রোনালদোকে ছাড়াই ভারতে আসলো আল-নাসর

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ রয়েছে সৌদি ক্লাব আল নাসরের। সেই ম্যাচ খেলতে গত সোমবার রাতেই ভারতে চলে এসেছে গোটা দল। সেই দলে ক্রিশ্চিয়ানো রোনালদো নেই। তিনি যে থাকবেন না সেই সম্ভাবনাই ছিল বেশি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। সৌদি আরবের গণমাধ্যমের প্রতিবেদনে আগেই জানা গিয়েছিল, গোয়া ম্যাচে রোনালদোকে বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে ভারত সফরগামী বিমানে তিনি থাকবেন না। তবে আনুষ্ঠানিকভাবে এ কথা না জানানোয় রোনালদো-ভক্তদের আশা ছিল। গোয়ার তরফে বহুবার আল নাসরকে অনুরোধ করা হয়েছিল যাতে রোনালদো ম্যাচটি খেলেন। সেই অনুরোধ রাখা হয়নি। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ ২-এ দু’টি ম্যাচ খেলেছে আল নাসর। কোনোটিতেই খেলেননি রোনালদো। তার সঙ্গে আল নাসরের চুক্তিতেই বলা আছে যে, সৌদি আরবের বাইরে ম্যাচ হলে রোনালদো নিজেই বেছে নিতে পারবেন যে কোনটায় খেলবেন, কোনটায় খেলবেন না। রোনালদোকে দেখা যাবে না-এমন খবর ভারতে ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা ছড়িয়েছে। বিশেষ করে গোয়ায়, যেখানে তার আগমন নিয়ে গত কয়েক দিন ধরেই ছিল তুমুল আলোচনা ও উৎসাহ। রোনালদোর অনুপস্থিতি নিশ্চিত হওয়ার আগে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছিলেন স্থানীয়দের উন্মাদনার কথা। তিনি বলেন, “ক্রিশ্চিয়ানো রোনালদোর গোয়া সফরের সম্ভাবনার খবর গোয়া নয়, পুরো ভারতজুড়েই ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করেছে। তার গোয়া সফর আমাদের রাজ্যের জন্য এক গর্বের মুহূর্ত হতো।” রোনালদো ভারতে আসবেন ভেবে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। দিন দুয়েক আগে আল ফাতেহর বিরুদ্ধে রোনালদো গোল দেখে সমর্থকরা আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। তাদের হতাশই হতে হচ্ছে। অবশ্য গোয়া এফসির কর্মকর্তা রবি পুষ্কুর জানিয়েছেন, ভারতে সরকারি অতিথির মতোই দেখা হবে আল নাসর দলকে। তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেদিকে সরকারের তরফে খেয়াল রাখা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button