খেলাধুলা

স্টার্লিংয়ের বিদায়ে ভাঙল ওপেনিং জুটি

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ
পল স্টার্লিংকে আউট করে আয়ারল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন তানজিম হাসান সাকিব। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন আয়ারল্যান্ড অধিনায়ক। সাজঘরে ফেরার আগে ১৪ বলে তিন চার আর ২টি ছক্কার সাহায্যে করেন ২৯ রান। উদ্বোধনী জুটিতে টিম টাকারকে সঙ্গে নিয়ে মাত্র ২৮ বলে ৫৭ রানের পার্টনারশিপ গড়ে ফেরেন ওপেনার পল স্টার্লিং। সবচেয়ে মজার ব্যাপার হলো ২০০৮ থেকে আয়ারল্যান্ড টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটে সবমিলে ৩৭৬তম ম্যাচ খেলছে। তার মধ্যে পল স্টার্লিং ৩৩৫ ম্যাচে অংশ নিয়েছেন। আয়ারল্যান্ডের হয়ে রেকর্ড ৩৩৫ ম্যাচে অংশ নিয়ে ১৬টি সেঞ্চুরি আর ৫৮টি ফিফটির সাহায্যে রেকর্ড ১০ হাজার ২৮৬ রান করেছেন পল স্টার্লিং। আয়ারল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে রান সংগ্রহের দ্বিতীয় পর্যায়ে আছেন দলটির বর্তমান টেস্ট অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। তিনি ২৩৯ ম্যাচে অংশ নিয়ে ৬ হাজার ২০৪ রান করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button