খেলাধুলা

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক : এবারই প্রথমবারের মতো শান্তি পুরস্কার দিয়েছে ফিফা। আর সেই পুরস্কার উঠেছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। গত ৫ ডিসেম্বর বিশ^কাপের ড্র অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেওয়া হয় ট্রাম্পের হাতে। তবে এর পর থেকেই অনেকে ট্রাম্পকে পুরস্কার দেওয়ার সমালোচনা করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পুরস্কার দেওয়ায় বিতর্কের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ফুটবলের সর্বোচ্চ সংস্থার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন বলেও অভিযোগ উঠেছে। ফিফার নৈতিকতা কমিটিকে সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চালানোর অনুরোধ জানানো হয়েছে। মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’ একটি অভিযোগপত্রে লিখেছে, ‘ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার স্পষ্টভাবে চারটি নিয়ম ভেঙেছেন।’ সেখানে বলা হয়, ‘একজন দায়িত্বে থাকা রাজনৈতিক নেতাকে এ ধরনের পুরস্কার দেওয়া নিজেই ফিফার নিরপেক্ষতার নীতির একটি স্পষ্ট লঙ্ঘন। ফিফা সভাপতি সংস্থার লক্ষ্য, কৌশলগত দিকনির্দেশনা, নীতি বা মূল্যবোধ একতরফাভাবে ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন না।’ এর আগে পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, ‘পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি, যেমন- কঙ্গোর উদাহরণ দেওয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে আপনি রেকর্ড গড়েছেন। এটা ফুটবল ও আপনার জন্য দারুণ ব্যাপার।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button