খেলাধুলা

বিগ ব্যাশে অভিষেকের অপেক্ষায় রিশাদ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে (বিবিএল) গত মৌসুমে ডাক পেয়েও খেলতে যেতে পারেননি বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স তাকে টানা দ্বিতীয়বার দলে নিয়েছে। আগেরবার যে বিপিএল তার পথ আটকে দিয়েছিল, এবার দেশের সেই লিগ বাদ দিয়ে বিগ ব্যাশ খেলতে গেছেন রিশাদ। জাতীয় দলে ২২ নম্বর জার্সি পরা ২৩ বছর বয়সী এই তারকা হোবার্টে ২ নম্বর জার্সি গায়ে তুলেছেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা রিশাদ হোবার্ট হারিকেন্সের জার্সি পরে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অবশেষে হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে দিয়েছি। এটি হাতে পাওয়ার অনুভূতি অসাধারণ। এখন খেলার দিকে নজর।’ বোঝাই যাচ্ছে প্রথমবার অস্ট্রেলিয়ান টুর্নামেন্টটিতে নামতে তর সইছে বাংলাদেশি এই তরুণ তারকার। বিগ ব্যাশের আসন্ন আসর আগামী রোববার শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে সবমিলিয়ে হবে ৪৪টি ম্যাচ। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে পার্থের অপ্টাস স্টেডিয়ামে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ হবে। যেখানে লড়বে টুর্নামেন্টের অন্যতম সফল দুই ফ্র্যাঞ্চাইজি স্বাগতিক পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স। আর ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স এবারের আসর শুরু করবে। বিদেশিদের মধ্যে একাদশে সুযোগ থাকবে সর্বোচ্চ তিন জনের, রিশাদ প্রথম ম্যাচ থেকেই সুযোগ পাবেন কি না সেটাই দেখার বিষয়। তিনি ছাড়াও বিদেশি ক্রিকেটার হিসেবে হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে আছেন- ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার ক্রিস জর্ডান এবং তরুণ লেগস্পিনার রেহান আহমেদ। ফলে একাদশে ঢ়ুকতে মূল লড়াইটা হতে পারে রিশাদ ও রেহানের মাঝে। অবশ্য ১৬ ডিসেম্বরই রিশাদের অভিষেক ম্যাচ দেখতে চাইবেন টাইগার ক্রিকেটভক্তরা। এর আগে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে বাংলাদেশ থেকে খেলেছিলেন কেবল একজনই, সাকিব আল হাসান। এরপর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রিশাদ ডাক পেয়েছেন। গত বছর বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে মেলেনি অনাপত্তিপত্র (এনওসি)। হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েও তাই অস্ট্রেলিয়ান লিগে খেলা হয়নি বাংলাদেশি এই তারকার। ফলে সতীর্থরা যখন চ্যাম্পিয়ন ট্রফি হাতে উৎসবে মেতেছিল, রিশাদ তখন নিজ দেশেই থেকে গিয়েছিলেন ‘একটা সুযোগ’ না পাওয়ার হতাশা নিয়ে। এবার সেই আক্ষেপ ঘোচানোর পালা!

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button