কাপিল দেবের চোখে গাম্ভির ভারতের কোচ নন, টিম ম্যানেজার

স্পোর্টস ডেস্ক : আধুনিক ক্রিকেটে আন্তর্জাতিক পর্যায়ে কোচ শব্দটা নিয়ে আপত্তি রয়েছে কাপিল দেবের। গৌতাম গাম্ভিরকে যেমন ভারতীয় দলের প্রধান কোচের চেয়ে একজন টিম ম্যানেজার হিসেবে দেখেন দেশটির প্রথম বিশ^কাপ জয়ী অধিনায়ক।
টেস্ট ক্রিকেটে ভারতের পারফরম্যান্স নিয়ে গাম্ভিরের প্রবল সমালোচনার মধ্যে এলো কাপিলের এই মন্তব্য। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভারত ২-০তে হোয়াইটওয়াশড হওয়ার পর গাম্ভিরের কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।
ইন্ডিয়ান চেম্বার অব কমার্সে আইসিসি শতবর্ষী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে কাপিল বলেন, গাম্ভির কিভাবে দলের প্রতিটি খেলোয়াড়ের কোচ হতে পারেন যখন দলের অনেকেই এমন ভূমিকা পালন করেন, যা গাম্ভির তার ক্যারিয়ারে কখনও করেননি।
“এখনকার দিনে কোচ নামক শব্দটি খুবই প্রচলিত। গৌতাম গাম্ভির কোচ হতে পারে না। সে দলের ম্যানেজার হতে পারে। কোচ হচ্ছে স্কুল ও কলেজে যার কাছ থেকে আমি শিখেছি। তারাই ছিলেন আমার কোচ। তারাই আমাকে সামলাতে পারেন।” “আপনি কিভাবে একজন কোচ হতে পারেন, যখন তারা কাউকে লেগ স্পিনার হিসেবে নাম দিয়েছে? গৌতাম কিভাবে একজন লেগ স্পিনার বা উইকেটরক্ষকের কোচ হতে পারে?” সাবেক ব্যাটসম্যান গাম্ভির কেন টিম ম্যানেজার হিসেবে উপযুক্ত, সেই ব্যাখ্যাও দিলেন সাবেক অলরাউন্ডার কাপিল। “একজন ম্যানেজার হিসেবে তুমি তাদের উৎসাহ দাও যে, ‘তুমি এটা করতে পারো,’ কারণ যখন তুমি ম্যানেজার হবে, তখন তরুণ ছেলেরা তোমার দিকে তাকাবে। আমার ম্যানেজার বা অধিনায়ক আমাকে সেই উৎসাহ দিতে পারেন এবং ম্যানেজার ও অধিনায়কের কাজই হলো দলকে উৎসাহ দেওয়া আর সবসময় বলা ‘তুমি আরও ভালো করতে পারো।’ বিষয়টি আমি এভাবেই দেখি।”



