খেলাধুলা

হাঁটুর অস্ত্রোপচার সফল হলো নেইমারের

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ও সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমারের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ফিফা বিশ^কাপের সময় বাকি আর মাত্র ৬ মাস। তার আগে ক্ষতিগ্রস্ত হাঁটুর মেনিস্কাস ঠিক করা হয়েছে। সদ্য সমাপ্ত মৌসুমটি কঠিন ছিল সান্তোসের জন্য। চোট নিয়ে মাঠে নেমেই ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা শৈশবের ক্লাবকে রেলিগেশন এড়াতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সান্তোস জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলের ডাক্তারই করেছেন নেইমারের এই অস্ত্রোপচার। ২০২৩ সালে এসিএল চোটের সময়ও তিনিই করেছিলে অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর আসন্ন ২০২৬ ফিফা বিশ^কাপে ব্রাজিলের হয়ে মাঠে নামার ব্যাপারে নেইমারের আত্মবিশ^াস বৃদ্ধি পেয়েছে। বাড়িয়েছে কার্লো আনচেলত্তির বিশ^কাপ স্কোয়াডে অন্তর্ভূক্তির সম্ভাবনাও। বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড নেইমার ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করেছেন। এখন পর্যন্ত ১২৮ ম্যাচে তার নামের পাশে গোল ৭৯টি। তবে তিনি দেশের হয়ে মাঠে নামেননি দুই বছরেরও অধিক সময় ধরে। ২০২২ কাতার বিশ^কাপের পর পিএসজি ছেড়ে যোগ দেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। কিন্তু চোটে পড়ে ১৮ মাসে তিনি সেখানে খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। এরপর শেষ হতে যাওয়া ২০২৫ সালের জানুয়ারিতে প্রত্যাবর্তন করেন শৈশবের ক্লাব সান্তোসে। হাঁটুর চোট নিয়ে তিনি মাঠে নেমে অবনমন অঞ্চল থেকে টেনে তোলেন সান্তোসকে। মৌসুমের শেষ ৪ ম্যাচে ৫ গোল করে তিনি বিপদ থেকে রক্ষা করেন ক্লাবকে। বছরের শেষে তার চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ক্লাবের সঙ্গে। তবে নতুন চুক্তি নিয়ে তার সঙ্গে আলোচনা চলছে ক্লাবটির।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button