খেলাধুলা

বিনামূল্যে ইউটিউবেও দেখা যাবে বিপিএল

স্পোর্টস ডেস্ক : শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএলের দ্বাদশ আসর চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আর এই আসরের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে টিভি পর্দায়। শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ^জুড়ে দেখা যাবে বিপিএলের জমজমাট লড়াই। বাংলাদেশে বিপিএল সরাসরি সম্প্রচার করা হবে দুটি টিভি চ্যানেলে। টি স্পোর্টসের পাশাপাশি সবগুলো ম্যাচ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। এছাড়া অনলাইনে ট্যাপম্যাডের পাশাপাশি আকাশ গো অ্যাপে দেখা যাবে খেলা। বিপিএলে পাকিস্তানের বড় সংখ্যক ক্রিকেটার অংশ নেন, ব্যতিক্রম নয় এবারো। পাকিস্তানে বিপিএল সরাসরি সম্প্রচার করবে এ স্পোর্টস এইচডি। এছাড়া ডিজিটাল প্লাটফর্মের মধ্যে এআরওয়াই জ্যাপ, মাইকো, তামাশা ও ট্যাপম্যাড অ্যাপ সরাসরি দেখাবে বিপিএল। শ্রীলঙ্কায় ডায়লগের পাশাপাশি পিও টিভি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব খেলা দেখাবে। ভারতে দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে। এছাড়া নেপালে ডিশহোম ও আফগানিস্তানে এসওএলএইচটিভি বিপিএল সম্প্রচার করবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো অঞ্চলে উইলো টিভি ও ডিআরএমের মাধ্যমে দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচ। ক্যারিবিয়ান অঞ্চলের ২৭ দেশে বিপিএল দেখাবে রাশ স্পোর্টস। এছাড়া মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও বিশে^র বাকি অঞ্চলে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিনামূল্যে খেলা উপভোগ করা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button