খেলাধুলা

স্থগিত দুটি ম্যাচের নতুন সূচি প্রকাশ করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্থানের খবর শুনে শোকে বিহ্বল গোটা দেশ। এমন পরিস্থিতিতে বেগম জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল মঙ্গলবারের বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করে বিসিবি। সেই দুটি ম্যাচ কবে মাঠে গড়াবে, তা চূড়ান্ত করা হয়েছে। বিপিএলের সূচিতে আজ বুধবার কোনো ম্যাচ ছিল না। স্থগিত হওয়া ম্যাচ দুটি আজ মাঠে গড়াবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশে^র দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল ৬টা নাগাদ জীবনের শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছে বিসিবি। বিসিবি এক শোক বার্তায় জানিয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। বিসিবি কৃতজ্ঞতার সাথে এই দেশের ক্রিকেটের অগ্রগতিতে তার অবদান স্বীকার করছে। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অসমান্য সহযোগিতা করেছেন, ক্রিকেটের অবকাঠামোগত উন্নতি ও দেশব্যাপী খেলাধুলার প্রসারে রেখেছেন উল্লেখযোগ্য অবদান।’ বিসিবি আরও উল্লেখ করেছে, ‘ক্রিকেট আজ যে অগ্রগতি অর্জন করেছে তার পথ প্রশস্ত করতে সাহায্য করেছে বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টি ও উৎসাহ। বিসিবি এই বিরাট ক্ষতিতে সমগ্র দেশের সাথে গভীর শোক ও দুঃখে শামিল হচ্ছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তার আত্মার চির শান্তির জন্য আমাদের দোয়া।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button