খেলাধুলা

ছুটিতে গেলেন টাইগার কোচ ফিল সিমন্স

আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ দল। মূলত নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ^কাপ না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। পরে তাদের ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করে বিশ^ ক্রিকেট সংস্থা এবং তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ^কাপে যুক্ত করেছে। এরপর আইসিসি পরবর্তী পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সাংবাদিকদের বিশ^কাপ কাভার করার অ্যাক্রেডিটেশনও বাতিল করে। যে কারণে মাস খানেকের বেশি সময় ধরে থাকছে না আর আন্তর্জাতিক কোনো ম্যাচ। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে। যার ফলে দেশজুড়ে জোরেসোরে শুরু হয়ে গেছে প্রস্তুতি। এই সময়ে মাঠে ক্রিকেট থাকারও তেমন সম্ভাবনা নেই। নির্বাচন শেষে বিসিএল দিয়ে মাঠে ফিরবে খেলা। এরপর বিশ^কাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। যেহেতু বিশ^কাপ হচ্ছে না, সামনে তাই অফুরন্ত অবসর টাইগার ক্রিকেটারদের। এর মাঝে ঘরোয়া ক্রিকেট চলবে। ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান। ১২, ১৪ এবং ১৬ মার্চ সিরিজের তিন ওয়ানডে। সিরিজ শেষে ১৭ মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান দল। সামনের অফুরন্ত অবসরের মাঝে বাংলাদেশ ছেড়েছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স। সিমন্স বলেছেন, ‘আমার মনে হয় জাতীয় নির্বাচনের পর বিসিএল হবে। ততদিনে ক্রিকেট (মাঠে) ফিরবে বলে আশা করছি আমি।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button