জাতীয় সংবাদ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সালাহ উদ্দিন ওএসডি

প্রবাহ রিপোর্ট : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস) ছিলেন সালাহ উদ্দিন। ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব নিয়োগ পান। আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার প্রশাসনে ব্যাপক রদবদল আনছে। প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হচ্ছে। এ ছাড়া গত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদগুলো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।