জাতীয় সংবাদ

দীপ্ত টিভির তামিম হত্যা : চার আসামির দোষ স্বীকার

প্রবাহ রিপোর্ট : রাজধানীর হাতিরঝিল এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার অভিযোগের মামলায় চার আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। গত বুধবার রাতে মামলাটির তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম আজম এ মামলায় ছয় আসামিকে আদালতে হাজির করেন। এ সময় আসামি মো. আবদুল লতিফ ও মোজাম্মেল হক কবির বাদে অপর চারজন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। তারা হলো- কুরবান আলী, মাহিন, বাধন ও মো. রাসেল। এ ছাড়া লতিফ ও কবিরকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায়, তিন জন মালিকের জমি নিয়ে একটি ভবন নির্মাণ করে আবাসন কোম্পানি ‘প্লেজেন প্রোপার্টিস’। ৯তলা ওই ভবনে ২৭টি ফ্ল্যাট রয়েছে। প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল। কিন্তু জমির মালিকদের একজন নিহত তামিমের বাবাকে দুটি ফ্ল্যাট দেওয়া হয়। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন আবাসন কোম্পানির মালিক। গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরুর সময় ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায়। তানজিল নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তামিমের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button