খুলনা টিভি রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দকে বাপা’র অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা টিভি রিপোটার্স ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি এবং কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজলসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখা। সংগঠনের পক্ষে সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এক বিবৃতিতে এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় খুলনাঞ্চলের পরিবেশ-প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন ও পরিবেশ বান্ধব উন্নয়নে প্রয়োজনীয় সংবাদ তথা তথ্য প্রচার করে দায়িত্বশীল পেশাগত ভূমিকা পালন করবেন। এছাড়াও নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল পেশাদার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও অবাধ তথ্য প্রবাহ সৃষ্টিতে কাজ করতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিবৃতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ একটি যৌক্তিক ঐক্য গড়ে তুলতে এবং টিভি রিপোটার্স ইউনিটিকে একটি মর্যাদাশীল সংগঠনে পরিণত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।