স্থানীয় সংবাদ
নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী নিজাম উদ্দিন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ৬ অক্টোবর সকালে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, গত ১ অক্টোবর রাতে শেরে বাংলা রোডের ‘মদিনা ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানে অবস্থানকালে সিলিন্ডার বিস্ফোরণে নিজাম উদ্দিন গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।