জাতীয় সংবাদ

ইসরায়েলি বাহিনীর কাছে আটকের আগে শহিদুল আলমের ভিডিও বার্তা

প্রবাহ রিপোর্ট : ফিলিস্তিনের গাজার উদ্দেশে যাত্রা করা আরেকটি জাহাজ আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ওই অভিযানের আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এ তথ্য জানিয়েছে। জাহাজটিতে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম। আটকের বিষয়ে গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন তিনি। ভিডিও বার্তায় দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম জানান, তাদের বহনকারী গাজা অভিমুখী জাহাজটি মাঝসমুদ্রে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তিনি বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আমাদের সাগরে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। দেশটি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুর প্রতি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আহ্বান জানাচ্ছি। এর আগে গত তিনদিন আগে শহীদুল ‘ভুলবশত’ এরকম একটি ভিডিওবার্তা তার পেজে আপলোড করেছিলেন। কিছুক্ষণের ভেতর সেটি মুছে ফেলে তিনি জানান, আগের ভয়টা দেওয়ার জন্য দুঃখিত। ওই লেখাটা আসলে একটা ভিডিওর স্ক্রিপ্ট ছিল, যেটা আমরা প্রকাশ করতাম যদি/যখন আইডিএফ আমাদের ধরে নিয়ে যাওয়ার পরে। ভাগ্য ভালো, রেহনুমা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে সেটা মুছে দিয়েছে, বড় ক্ষতি হওয়ার আগেই। জানা গেছে, শহিদুল আলম কনশেনস নামের একটি জাহাজে ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button