স্থানীয় সংবাদ
দাকোপে বিদ্যুৎষ্পৃষ্টে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ দাকোপে বিদ্যুৎষ্পৃষ্টে মিল্টন বাকচী (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামে এঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত দিলিপ বাকচীর ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির হোসেন বলেন, বিকেল আনুমানিক ৪টার দিকে মিল্টন বাকচী সবজি ক্ষেত থেকে বাড়িতে এসে নিজের ঘরের বিদ্যুৎ লাইনের ফ্লাগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরবর্তীতে তার স্ত্রী ঘরে প্রবেশ করে দেখে স্বামী মিল্টন মাটিতে পড়ে আছে। তখন তার ডাকচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে দাকোপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুদীপ বালা মৃত ঘোষণা করেন।