স্থানীয় সংবাদ
বটিয়াঘাটায় গলায় রশি দিয়ে একজনের আত্মহত্যা।

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ গত পরশু বৃহস্পতিবার মধ্যরাতে বটিয়াঘাটা থানাধীন ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা গ্রামস্থ বরইতলা নামক স্থানে ঋষিকেশ মন্ডল (৩৬) এক জন গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং ৩০। আমতলা এলাকার পরিতোষ মন্ডল এর ছেলে সে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নিহত ভিকটিমের নিজ মাছের ঘেরের ভেড়িরবাদের ওপর নিম গাছের ডালের সাথে নাইলনের রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। ঋষিকেশ মন্ডল একজন মানসিক রোগী ছিল বলে জানা যায়। সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।


