স্থানীয় সংবাদ

সম্পত্তির বিরোধে অফিসের মালামাল ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোজজন অফিস ভাংচুর ও জীবন নাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় ভিকটিম আলম গাজী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।র্ অভিযোগে উল্লেখ করা হয়, “আমি মোঃ আলম গাজী (৫৬), আমি গত দলিল নং-৪৫৯৬/২৫, ১২ দাগের জমি ক্রয় সূত্রে মালিক রঞ্জু মনোয়ারার নিকট হতে গত ১৩ আগস্ট বায়নামূলে .১০৬০ শতক জমি চল্লিশ লক্ষ টাকা এক বছর মেয়াদী বায়নাপত্র দলিল করি। উক্ত জমিতে ১৯ নভেম্বর সকাল সাড়ে ১১টায় সময় রঞ্জু মনোয়ারার প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিবাদী আসাদুজ্জামান মিঠু (৪০), এর সাথে বাকবিন্ডতা হয়। এই বিষয়ে আমি কোন কিছু জানি না আমি অসুস্থ থাকার কারণে বাসায় অবস্থান করছিলাম। আমি ররু মনোয়ারার জমি ক্রয় করার কারণে আমার প্রতি পূর্ব থেকেই রাগান্বিত তারই প্রেক্ষিতে ১৯ নভেম্বর বিকাল সোয়া ৪টার সময় বিবাদী আসাদুজ্জামান মিঠু (৪০) সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন মটরসাইকেল যোগে এসে আমাকে খোঁজাখুঁজি করে আমাকে না পেয়ে আমার অফিস/বাসা গাজী ডোর অ্যান্ড ফানিচার, ময়ূর আবাসিক, হরিণটানা, খুলনার অফিসের সিসি ক্যামেরা, চেয়ার, রাউটার ভাংচুর করে দ্রুত চলে যায় ও যাওয়ার সময় অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button