বিনোদন

সমর্থকদের ধন্যবাদ জানালেন মিথিলা

প্রবাহ বিনোদন : গেল কিছুদিন টানা দেশের গণমাধ্যমে আলোচনায় ছিলেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি অংশগ্রহণ করেছিলেন মিস ইউনিভার্স ২০২৫-এ। সেখানে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। এরপর পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অধিকার করে ইতিহাস গড়েন মাগুরার এই মেয়ে। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশ নেওয়া মিথিলা প্রথমে খুব একটা আলোচনায় ছিলেন না। কিন্তু সময় গড়াতে গড়াতে তিনি চলে আসেন আলোচনায়, জমিয়ে দেন প্রতিযোগিতাও। সহকর্মী থেকে শুরু করে তার অনুসারীরা সামাজিক মাধ্যমে তাকে সমর্থন জানাতে থাকেন। যাতে একসময় পিপলস চয়েস ভোটে শীর্ষেও উঠে যান তিনি। এরপর ভোট বড় ধরনের পতন হয় তার। শেষ পর্যন্ত টপ থার্টি থেকে শেষ করতে হয় তাকে, যা ছিল বাংলাদেশের জন্য ইতিহাস। এবার তিনি নিজের সমর্থকদের জানালেন ভালোবাসা এবং সমর্থনের জন্য তাদের প্রতি প্রকাশ করলে কৃতজ্ঞতা। একটি ভিডিও বার্তায় মিথিলা থাইল্যান্ড থেকে বলেন, ‘আমি চেষ্টা করেছি, আপনারা সমর্থন করেছেন। দুটি মিলিয়েই আজ আমার জার্নি এখানে সমাপ্তি হয়েছে। ফলাফল যাই হয়েছে তাতেই আমি খুশি, কারণ আপনাদের ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে। এমন ভালোবাসা দেওয়ার জন্য হৃদয় তেকে ধন্যবাদ।’ আন্তর্জাতিক এই আয়োজনে প্রথম হয়েছেন মেক্সিকোর ফাতিমা বোশ ফেরান্দেজ। দেশটির জন্যও এমন অর্জন এবারই প্রথম। থাইল্যান্ডের ব্যাংককে এবারের আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button