বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে আসা তিন বান্ধবীকে শ্লীলতাহানি ও ধর্ষণ : ৪ লম্পটের বিরুদ্ধে মামলা দায়ের

# গ্রেফতার নাই #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুই বান্ধবী নিয়ে ফুফু বাড়ী বেড়াতে এসে তিন জন কে শ্লীলতাহানি ও ধর্ষণের শিকার হতে হয়েছে। এ ঘটনায় রবিবার বিকেলে মোল্লাহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা নিয়ে গোটা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। থানায় দায়ের করা মামলা ও ঘটনা বিষয়ে প্রকাশ, শনিবার বিকেলে খুলনা থেকে এক তরুণী তার দুই বান্ধবীকে নিয়ে মোল্লাহাট উপজেলার রাজপাট গ্রামে ফুফুর বাড়ী বেড়াতে আসেন। কিছুক্ষণ পর তারা গ্রামের অভ্যন্তরে ঘুরতে বের হন এবং সন্ধ্যানাগাদ তারা পাশর্^বর্ত্তি নাশুখালী গ্রামের জনৈক মজিবর রহমানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উঠেন। এ সময় এলাকার সংঘব্ধ ৪ যুবক সেখানে উপস্থিত হয়ে তাদের পরিচয় জানতে চান। তিন বান্ধবী নিজেদের পরিচয় ও বেড়াতে আসার কথা জানালে যুবকরা তাদের প্রতি কু-প্রস্তাাব দেয়। তারা রাজি না হওয়ায় ৪ যুবক জোরপূর্বক তাদের শ্লীলতাহানি করতে থাকে। একপর্যায়ে এক তরুণী ছুটে নীচে নেমে আত্মচিৎকার শুরু করলে যুবকরা দুই জনকে মুখ চেপে ধরে ভবন থেকে নিচে নামিয়ে একটি মৎস্য ঘেরে নিয়ে যায়। সেখানে ঘেরের একটি ঘরে তাদের মধ্যে একজনকে ধর্ষণ এবং অন্যজনকে ঘেরের পাড়ে যৌন হয়রানী করা হয়। এরই মধ্যে পালিয়ে আসা তরুনীর চিৎকার শুনে লোকজন এগিয়ে আসে এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুনীকে উদ্ধার করা হয়। তখন লোকজনের উপস্থিতি টের পেয়ে ৪ বখাটে লম্পটা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার একজন ভিকটিম বাদী হয়ে মোল্লাহাট থানায় জনের বিরুদ্ধে মামলা করেন। মোল্লাহাট থানার ওসি মোঃ ফজলুল হক মামলা রেকর্ডের কথা জানিয়ে বলেন আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।



