নতুন রাস্তার মোড়ে ৫০ বছর পর আদালতের রায়ে জমি বুঝে পেলেন মালিক : তবে দুর্বৃত্তদের বাধা

স্টাফ রিপোর্টারঃ নগরীর নতুন রাস্তার মোড়ে সিএন্ডবি কলোনী নামে পরিচিত পাবলা মৌজার ১২৭৩ নং দাগে ৯ শতাংশ জমির মধ্যে ৫শতক জমি দখল বুঝে দিয়েছেন আদালত। কিন্তু ওই জায়গা দীর্ঘ ৫০ বছর যাবৎ ভাসমান মানুষ বসবাস করে আসছে। জমির মালিক দাবিদার নান্টু বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে অবৈধ দখল রেখেছে। ২০ বছর ধরে মামলা চলে অবশেষে রায় তারা পেয়েছেন। গত রবিবার কোর্টের লোকজন এসে দখল বুঝে দেয়। লাল দাগ দিয়ে জমির সীমানা নির্ধারণ করে দেয়। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ কার্যক্রম সম্পন্ন হয়।জমির দখল বুঝে দেয়ার জন্য গত ২৩ নভেম্বর সদর কোর্টের সিনিয়র সিভিল জজ পল্লবেশ কুমার কুন্ডু এ রায় দেন। তার স্বজন শেখ আবু জাফর গংরা এ মামলা দায়ের করেন। কিন্তু রাতের আধারে একটি দৃর্বৃত্তচক্র সীমানা পিলার উঠায়ে ফেলে । এ কলোনী ঘিরে অপরাধীচক্র গড়ে উঠেছে। তারা এখানে মদ, জুয়াসহ নানা ধরণের অপরাধ মূলক কর্মকান্ড করে থাকে। চক্রটি তাদের হুমকি পর্যন্ত দিয়েছে। যাতে করে আমরা ওই জমিতে না যাই। সকালে আর ওই পিলার স্থাপন করা হয়। আদালতের লোক জন ঢোল পিটিয়ে সকলের সামনে দখল বুঝে দেন। তবে যেহেতু অবৈধ দখলদারা খুবই দরিদ্র। তাদের মানুবিক দিক বিবেচনা করে কয়েকদিন সময় দেয়া হয়েছে। তারা যদি আশেপাশে জায়গা ছেড়ে না দেয় তাহলে আদালতে উচ্ছেদ মামলা করবেন। ওই মামলার আদেশ পাওয়ার পর তখন আর মানবিকতা দেখানোর সুযোগ থাকবে না বলে তিনি জানান। এ জন্য অবৈধ বাসিন্দাদের অনুরোধ সময় থাকতে আস্তে আস্তে আপনারা মালামাল গুছিয়ে অন্যত্র চলে যান। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে বীরমুক্তিযোদ্ধা খালেক সাইন বোর্ড ঝুলিয়ে এ জমি দখলে রাখেন। দখলদার আসমা বলেন, সিএন্ডবির জায়গায় হিসেবে গত ৫০ বছর ধরে তারা এখানে বসবাস করছেন। কিন্তু কোন নোটিশ ছাড়াই হঠাৎ উচ্ছেদ করলে তারা যাবেন কোথায়। ওই জমির তাদের কোন কাগজপত্র নেই বলে তিনি জানান।


