নাইস ফাউন্ডেশন উদ্যোগে বিনামুল্যে কম্বল বিতরন

খবর বিজ্ঞপ্তি ঃ ন্যায়ের প্রতীক গরীবের বন্ধু জনাব মোঃ হারুন অর রশিদ উপজেলা নির্বাহী অফিসার,দিঘলিয়া,খুলনা যিনি শীতে কাতর ছিন্নমুল মানুষের পাশে নিরলশভাবে শীতবস্ত্র বিতরন করে আসছে উপজেলার সকল প্রান্তে। তারই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারী উপজেলা প্রশাসন,দিঘলিয়া এর সহায়তায খুলনাস্থ “নাইস ফাউন্ডেশন” এর আয়োজনে অসহায় হতদরিদ্র, শুকরপালক ও বয়স্ক নারী পুরুষের মাঝে বিনামুল্যে কম্বল বিতরন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি,দিঘলিয়া উপজেলা,খুলনা জনাব রিয়াজ উদ্দিন আহমেদ এবং সভাপতিত্ব করেন নাইস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক এম মজিবুর রহমান। সভায় আরও উপস্থিত থাকেন,নুর ইসলাম মল্লিক,রাশেদুল ইসলাম,আফরোজ জাহান,রুপা সাহা,ইশরাক জাহান , তৃপ্তি মন্ডল, জাহিদুল ইসলাম, সুনন্দা ঘোষ, রেশমা খাতুন, শিল্পী অধিকারী, সমাপ্তী শীল, রাবেয়া সুলতানা ও মোঃ বাবলুজ্জামান প্রমুখ।



