সাফল্যের এক যুগে লেক্সিকন খুলনা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার ইংরেজি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রস্তুতির ক্ষেত্রে পরিচিত প্রতিষ্ঠান লেক্সিকন এক যুগের সফল পথচলা অতিক্রম করেছে। ২০১৪ সালের ১ জানুয়ারি রায়পাড়ায় মাত্র ৬০০ বর্গফুট জায়গায় যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০২৬ সালের ১ জানুয়ারি ১২ বছরে পদার্পণ করে। শুরু থেকেই লেক্সিকন আইইএলটিএস প্রস্তুতিকে ভিন্নভাবে উপস্থাপন করে আসছে। ২০১৫ সালে ‘গালা স্পিকিং টেস্ট’ এবং ২০১৬ সালে খুলনায় প্রথম এক মাসব্যাপী আইইএলটিএস ক্রাশ কোর্স চালু করে প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে নিরালা এলাকায় স্থানান্তরের পর খুলনার পাশাপাশি বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ে। ধারাবাহিক সাফল্যের কারণে লেক্সিকন ওউচ-এর সেরা পারফর্মার হিসেবে স্বীকৃতি পায় এবং ২০১৯ সালে ইৎরঃরংয ঈড়ঁহপরষ-এর ক্লোজড ভেন্যু হিসেবে অনুমোদন লাভ করে। করোনাকালে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখে লেক্সিকন। এ সময় প্রতিষ্ঠাতা মো. সজিবুল ইসলাম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে ঈঊখঞঅ কোর্স সম্পন্ন করেন এবং পরবর্তীতে কানাডার ঝধরহঃ গধৎু টহরাবৎংরঃু থেকে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে একাডেমিক কাঠামোতে আধুনিক পদ্ধতি সংযোজন করেন। বর্তমানে খুলনা নিউ মার্কেটের বিপরীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স টাওয়ারে প্রায় ৭,৪০০ বর্গফুট জায়গাজুড়ে লেক্সিকনের নিজস্ব ক্যাম্পাস পরিচালিত হচ্ছে। এখানে আইইএলটিএস কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার ভেন্যু, ও-লেভেল ও এ-লেভেল কেন্দ্র রয়েছে। ২০২৬ সালে চালু হয়েছে পিটিই (চঞঊ) প্রিপারেশন, এআই-ভিত্তিক মক টেস্ট এবং ‘লেক্সিফ্লাই’ উদ্যোগ। ১২ বছর পূর্তি উপলক্ষে গত ২০ জানুয়ারি খুলনা শিল্পকলা একাডেমিতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে ইৎরঃরংয ঈড়ঁহপরষ ইধহমষধফবংয-এর অ্যাকাউন্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. মুহিব উর রহমান, সিইও সজিবুল ইসলাম, সিওও সানজিদা নওরীন ইসলামসহ খুলনার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক যুগের পথচলা নিয়ে মো. সজিবুল ইসলাম বলেন, “আমাদের শুরুটা ছিল ছোট, কিন্তু স্বপ্নটা ছিল বড়। এই ১২ বছরে শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অর্জন।” দীর্ঘ ১২ বছরে লেক্সিকন ধাপে ধাপে নিজেকে একটি সুসংগঠিত ও বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করেছে। আন্তর্জাতিক পরীক্ষার প্রস্তুতি, ভাষা শিক্ষা, পরীক্ষা পরিচালনা এবং বিদেশে উচ্চশিক্ষা-সংক্রান্ত সহায়তাÍসব মিলিয়ে লেক্সিকনের এই পথচলা খুলনার শিক্ষা অঙ্গনে একটি ধারাবাহিক অগ্রগতির দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।



